আজ, শনিবার রাজ্যে চলছে পঞ্চম দফার নির্বাচন। এই দফায় ভোটগ্রহণ চলছে উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা কেন্দ্রেও। এবার সেখানেই একটি ভোটকেন্দ্রের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং এজেন্টের। ১০৭ নম্বর বুথে মৃত ওই ব্যক্তি নির্দল অভিজিৎ সামন্তের পোলিং এজেন্ট ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বুথের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ, ভোট শুরুর পরে বুথের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও তৎপরতা দেখা যায়নি। প্রাথমিক ভাবে হৃদরোগ মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে প্রশ্নের মুখে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা। কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, শনিবার তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, কামারহাটির ৬০ থেকে ৬৪ নম্বর বুথে নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বিজেপি কর্মীরা। ওই বিধানসভার ২০৮ নম্বর বুথে ভোটারদের স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় মহিলারা এই অভিযোগে বুথ ঘেরাও করেন। কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের সঙ্গে তাঁদের বসচাও হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত কমিশনের তরফে আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে।