রাজ্যে চলছে পঞ্চম দফার বিধানসভা ভোট। আর তার মধ্যেই ভোটের আবহে উত্তেজনা ছড়াল রানাঘাটে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পোদ্দারের গাড়িকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
নির্বাচন সংক্রান্ত কাজ সেরে বাড়ি ফিরছিলেন সমীর পোদ্দার। কৈখালী এলাকা দিয়ে তাঁর গাড়ি যাওয়ার সময় হঠাৎই গাড়ির উপর দুটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল প্রার্থী সমীর পোদ্দার। এই ঘটনায় তৃণমূল কর্মীদের অভিযোগের তির বিজেপির দিকে।
তৃণমূল প্রার্থীর উপর বোমা মারার ঘটনায় গর্জে ওঠেন তৃণমূলকর্মীরা। পুলিশি নিরাপত্তা নিয়েও ক্ষোভে ফেটে পড়েন তারা। এই ঘটনার প্রতিবাদে রানাঘাট বগুলা সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।