তিনি যোগী রাজ্যের বিধায়কের স্ত্রী। নিজেও এবার উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন। কিন্তু সেই তিনিই কিনা জানেন না দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম! আবার খোদ বিজেপি প্রার্থীও বলতে পারেননি উত্তরপ্রদেশের পঞ্চায়েতের রাজমন্ত্রীর নাম।
বৃহস্পতিবার, মির্জাপুরের রাজনীতির অন্যতম শক্তিশালী পরিবার এবং বিধায়ক রাহুল কোলের স্ত্রী ও সোনভদ্রার সাংসদ পাকোদি কোলের পুত্রবধু রিঙ্কি সিং তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। রিঙ্কি সিং রাজগড় থেকে আপন দল (এস) প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার সময়ে রিঙ্কি সিংয়ের স্বামী ও শ্বশুর কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন। সেখানে সাংবাদিকরা জানতে চান, দেশের প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী! সেই প্রশ্নের উত্তর শুনে কার্যত চুপ থাকেন তিনি। পরে তার স্বামী পরিস্থিতি সামলে নেন।
বিজেপি প্রার্থী মণি রাম কোলেরও প্রায় একই অবস্থা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তরপ্রদেশের পঞ্চায়েত রাজমন্ত্রীর নাম। কিন্তু তার উত্তর দিতে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা হয় বিজেপি প্রার্থীর। বৃহস্পতিবার মির্জাপুর জেলায় ত্রি-স্তরতীয় পঞ্চায়েত নির্বাচনে অনুপ্রিয়া প্যাটেলের দল আপনা দল (এস) মনোনীত প্রার্থী রিঙ্কি সিংহ জেলা পঞ্চায়েতের সদস্য পদে মনোনয়ন দিয়েছিলেন। রিঙ্কি সিং বিধায়ক রাহুল কোলের স্ত্রী। বিধায়ক রাহুল কোলের বাবা পাকোদি কোলে রবার্টসগঞ্জের সাংসদ।