ফের রাজ্যে এলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রাকেশ টিকায়েত। এদিন আসানসোলে তিনি তোপ দাগেন বিজেপির উদ্দেশ্যে। একাধিক ইস্যুতে এদিন তিনি নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। পাশাপাশি শীতলকুচি গুলি চালানোর ঘটনা প্রসঙ্গেও সরব হন তিনি। টিকায়েত বলেন, ‘বিজেপির ইন্ধনেই এই ঘটনা ঘটেছে’।
আসানসোলে এসে সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইত বলেন, ‘নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু একবারের জন্য কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা তিন কৃষি আইনের বিষয়ে কোন কিছুই উল্লেখ করছেন না। দেশে কৃষকরা আর্ধেক দামে ফসল বিক্রি করছে। যুবকদের হাতে কাজ নেই। তারপরেও এই রাজ্যে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী দেশের বিকাশের কথা বলছেন।‘
একইসঙ্গে শীতলকুচি ঘটনা সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আরোপ, সবকিছু বিজেপির কেন্দ্র সরকারের ইন্ধনেই ঘটেছে । এমনটাই অভিযোগ তোলেন এই কৃষক নেতা।
এদিন গন আন্দোলনের আরেক নেত্রী মেধা পাটেকরের সঙ্গে আসানসোলে এসেছিলেন রাকেশ টিকায়েত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুজনেই দাবি করেছেন, বিজেপির কেন্দ্রীয় সরকার সিবিআই আর বিআইএর মত কেন্দ্রীয় সংস্থাগুলিকে প্রাভাবিত করে। সেই তালিকায় আছে নির্বাচন কমিশনও। উত্তরবঙ্গের শীতলকুচির ঘটনার প্রসঙ্গ তুলে মেধা পাটেকরের অভিযোগ, জাতিভেদ,ধর্মান্ধতা বা বিভেদের রাজনীতি যখন কাজ করেনা, তখনই বিজেপি হিংসার রাজনীতির আশ্রয় নেয়।