দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। যার ফলে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এদিনই তা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের ছবিটাও সমান ভয়াবহ। তবে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে এবার কেন্দ্রীয় সরকারকে দুষলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্য রাজ্যে ২৩৪টি আসনে এক দফায় নির্বাচন হচ্ছে। কিন্তু এ রাজ্যে ২৯৪টি আসনে নির্বাচন হচ্ছে ৮ দফায়। কেন?’
অনুব্রতর মতে, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পয়লা বৈশাখের দিন রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ‘আজ পয়লা বৈশাখ। আমি চাই রাজ্যের মানুষ যেন ভাল থাকেন। কোনও অশান্তি যেন না হয়।’ এরপরই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অনুব্রত। বলেন, ‘করোনার জন্য আর কেউ দায়ী নয়। শুধু ধৃতরাষ্ট্র ও বিজেপি সরকার দায়ী। করোনা যদি কেউ এখানে এনে থাকে, তাহলে বিজেপি সরকার এনেছে। এ বার বাংলায় মানুষ চিন্তা করুন কী করবেন।’
এর আগেও জনসভা থেকে করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পিছনে দায়ী মোদী-শাহ। মমতা বলেছিলেন, রাজ্য সরকার টাকা নিয়ে বসে আছে, তবু যথেষ্ট পরিমাণে টিকা রাজ্যে পৌঁছে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা। শুধু তাই নয়। তৃণমূল নেতৃত্ব রাজ্যে এতগুলি দফায় নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নই আরও একবার তুললেন অনুব্রত।