তিনি ‘আগুনপাখি’। সর্বদাই সততার পক্ষে। গানকে হাতিয়ার করেই দীর্ঘ ২৭ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তবে এর পাশাপাশি নচিকেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের শিল্পীও। প্রায় প্রতি বছরই তাঁর গান মাতিয়ে দেয় ২১শে জুলাইয়ের মঞ্চ। এখন ভোটের সময় মমতার হাত শক্ত করতে প্রচারেও বের হচ্ছেন তিনি। তারই ফাঁকে আজ নচিকেতা বলেন, ‘গত তিন বছরে যেন পয়লা বৈশাখ আরও ফিকে হয় গিয়েছে, এবার তো ভোটের জন্য আরও বোঝা যাচ্ছে না।’
প্রসঙ্গত, সদ্যই সুজিত বসুর প্রচারে গিয়ে গান গেয়েছিলেন নচিকেতা। ভাইরাল হয়ছে সেই ভিডিও। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা বেশ ভাল। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।’ তাঁর মতে, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ভোটভিক্ষা করতে যাচ্ছি না। মানুষকে সচেতন করতে যাচ্ছি। আমার কোনও দল নেই। একজন শিল্পী হিসেবে মানুষকে সচেতন করার লক্ষ্যেই প্রচারে যাচ্ছি। কারণ আজকাল মনে হচ্ছে, বাংলার মানুষ কিছুই বোঝেন না! তাঁদের বোঝানো দরকার। আবার কাল হয়তো আমার মনে হতে পারে, আমি ভুল করেছি। কিন্তু এটা ঠিক, আমার কোনও ধান্দাবাজি নেই। আমার নেতা হওয়ার লোভ নেই। মাঝে-মাঝে প্রচারে যাচ্ছি, সৎ লক্ষ্য থেকে, এবং আমার মানুষের জন্য।’