ধীরে ধীরে গোটা দেশে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারণ করছে। এই অবস্থায় আর কোনো উপায় না দেখে সপ্তাহান্তে কার্ফু জারি হল দিল্লীতে। আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনি ও রবিবার রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। পাশাপাশি, বন্ধ করে দেওয়া হবে স্পা, জিম, শপিং মল। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে।
সিনেমা হল খোলা থাকলেও ৩০ শতাংশ দর্শকের প্রবেশাধিকারে ছাড়, একটি জোনে একদিনে একটাই রেস্তোরাঁ খোলা থাকবে। তবে সেখানে বসে খাওয়া যাবে না। শুধুই অনলাইন ডেলিভারির অনুমোদন রয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হবে। বেসরকারি অফিসগুলিতে ন্যূনতম কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার পক্ষে সওয়াল করা হয়েছে।
কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জেরে এমনই বেশ কিছু নয়া নিয়ম জারি করেছে কেজরিওয়াল সরকার। উল্লেখ্য, গত মাস দুই ধরে দিল্লীতে মারাত্মক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। তা সামলাতে হাসপাতালগুলিতে কোভিড বেড বৃদ্ধি-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। অবশেষে আজ, বৃহস্পতিবার দিল্লীর উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে সপ্তাহান্তে কার্ফু জারি করার ঘোষণা করা হয় কেজরিওয়াল সরকারের তরফে।