হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আর সেই সময় চিকিৎসকরা তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই চিকিৎসা না পেয়ে মৃত্যু হল এক প্রাক্তন সেনা কর্মীর। হ্যাঁ, এবার এমনই ঘটনা ঘটল এনডিএ শাসিত বিহারে। ওই প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেখানে পরিদর্শনে যান বিহারের স্বাস্থ্যমন্ত্রী। ফলে চিকিৎসকরা মন্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাই চিকিৎসা না পেয়ে ওই সেনা কর্মীর মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিহারের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে লখিসরাইয়ে বাড়ি প্রাক্তন সেনা কর্মী বিনোদ সিংয়ের। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কিন্তু ওই হাসপাতাল পরিদর্শনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। আর মন্ত্রী এসে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানাতে ব্যাস্ত হয়ে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসা পরিষেবা শিকেয় ওঠে বলে অভিযোগ। অসুস্থ বিনোদের পরিবারের তরফে বার বার চিকিৎসকদের অনুরোধ করা হয়, তাঁকে একটু দেখতে। কিন্তু কে শোনে কার কথা!
সংবাদ সংস্থা এএনআই, বিনোদের ছেলের বক্তব্য তুলে ধরেছে। বিনোদের ছেলে অবিযোগ করে বলেন, ‘আমার বাবা করোনা পজিটিভ ছিলেন। বেশ কয়েকটি হাসপাতালে গেলেও তাঁকে ভরতি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভরতি নিতে রাজি হয়। কিন্তু বাইরে অপেক্ষা করতে বলে। প্রায় দেড় ঘণ্টা বাবা বিনা চিকিৎসায় অপেক্ষা করছিলেন। তার পর এক সময় তাঁর মৃত্যু হয়।’ এই ঘটনার পরই এখন প্রশ্ন উঠছে, মন্ত্রী আগে না রোগী আগে?