ম্যাচ হারের জন্য অধিনায়ক ইয়ন মর্গ্যান যতই পিচের ঘাড়ে দোষ চাপাক, দলের ব্যাটসম্যানরাও আগামীকাল যে একেবারেই দাঁড়াতে পারেনি, সেটাও ভালমতই লক্ষ্য করা গিয়েছে। কেকেআরের তারকা বিগ হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে নিয়ে যে বিপক্ষ দল আর ভীত নয়, সেটা ২০২০ সাল থেকেই বোঝা গিয়েছিল। আর ২০২১-এ দুটো ম্যাচে এই ক্যারিবিয়ান তারকার দুর্বলতা আরও প্রকট হলো।
তবে শুধু রাসেলকে একা কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। সমান দোষে দোষী কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারও। প্রথম ম্যাচে একাধিক ভুল করেও পার পেয়েছিল মর্গ্যানের দল। তবে এ বার আর উপায় নেই। তাই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে লজ্জাজনক হারের পর দলের খেলায় রেগে গেলেন মালিক শাহরুখ খানও। এমনকি টুইটারে তিনি ধমক দিয়ে লিখলেন, ‘জঘন্য খেলা! কেকেআর তোমরা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিও।”
মুম্বইও তাদের সবচেয়ে পছন্দের ও পয়া প্রতিপক্ষ কলকাতার বিরুদ্ধে কবে এত খারাপ ব্যাটিং করেছে মনে পড়ে না। বল হাতে স্লোয়ার বাউন্সার, স্লোয়ার ইয়র্কার, ওয়াইড ইয়র্কারের উপর ভর করে রোহিতের দলের মিডল অর্ডারকে একেবারে শেষ করে দিলেন রাসেল। মাত্র ২ ওভারে হাত ঘুরিয়ে আইপিএলে প্রথম বার ৫ উইকেট পেলেন রাসেল। তাও আবার মাত্র ১৫ রান দিয়ে। আর রাসেল যে ছকে মুম্বইকে বধ করেছিলেন, সেই একই ছকে তিনি ও তাঁর দল বিদ্ধ হলেন। ফলে স্বাভাবিকভাবেই বলিউড বাদশাহর ধমকের সম্মুখীন হতে হল দলকে।