একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ে প্রবলভাবে রয়েছেন তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা অন্যতম লক্ষ্য ম্যাঞ্চেস্টার সিটির। আজ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামছে গুয়ার্দিওলার দল। আজ নিজেদের ঘরের মাঠে মরণ-কামড় দিতে প্রস্তুত বরুশিয়া ডর্টমুন্ডও।
উল্লেখ্য, ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে বরুসিয়াকে ২-১ গোলে বশ মানিয়েছিল ম্যান সিটি। সেই ম্যাচে পেপের দলের হয়ে দু’টি গোল করেছিলেন কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন। জার্মানির দলের হয়ে ব্যবধান কমান মার্কো রেউস। প্রথম লেগে ডর্টমুন্ডের বিরুদ্ধে একাধিকবার সিটি রক্ষণকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ম্যাচে ন্যায্য গোল থেকে বঞ্চিত হয়েছিল জার্মান ক্লাবটি। ফিরতি পর্বের ম্যাচে রক্ষণ মজবুত করেই জয়ের খোঁজে অভিজ্ঞ কোচ পেপ। পক্ষান্তরে, মূল্যবান অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে বুধবার ঘরের মাঠে নামবে বরুসিয়া।
এদিকে, আজ চোটের জন্য আরও একবার জ্যাডন স্যাঞ্চোকে পাবে না বরুসিয়া। পাশাপাশি অনিশ্চিত মার্কো রেউসও। প্রথম লেগে বরুসিয়ার একমাত্র গোলটি এসেছিল তাঁর পা থেকেই। ফলে ফিরতি পর্বে রেউস একান্তই খেলতে না পারলে সমস্যা আরও বাড়বে ডর্টমুন্ডের। কারণ, ভালো খেললেও গোলখরা চলছে আর্লিং হালান্ডের। চোটের তালিকায় নাম লিখিয়েছেন ডিফেন্ডার ম্যাটস হামেলস। এই পরিস্থিতিতে মাঝমাঠে বেলিংহ্যামের ফর্ম ভরসা জোগাচ্ছে কোচ এডিন তেরজিককে। আর তাই বুধবার আরও একবার তাঁর দিকেই তাকিয়ে রয়েছে ডর্টমুন্ড শিবির।