করোনা এবং লকডাউনের জেরে ভাঁড়ে মা ভবানী অবস্থা হয়েছে রাজকোষের। আর এই পরিস্থিতিতে ২০২১-‘২২ অর্থবর্ষে বিলগ্নীকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। বাজেটে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছিলেন যে, আইডিবিআই ব্যাঙ্ক ছাড়াও আগামী অর্থবর্ষে আরও সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ করা হবে। যদিও সেসময় ওই সরকারি ব্যঙ্কগুলির নাম বলেননি তিনি। তবে আজ ২টি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। বর্তমানে দেশে ১২টি সরকারি ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে থেকে আরও ২টি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে।
প্রসঙ্গত, ২০২১-’২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাজেটে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারীকরণ করা হবে। যদিও ওই সরকারি ব্যঙ্কগুলির নাম বলেননি তিনি। কোন দুটি ব্যাঙ্ক বেসরকারী করা হবে তা এখনও পরিষ্কার নয়। তবে সরকার নতুন অর্থবর্ষে তার বিলগ্নিকরণের লক্ষ্য অর্জন করতে চাইবে। ইতিমধ্যে সরকারের পুনর্বিন্যাসের তালিকায় আইডিবিআই ব্যাঙ্কের নাম রয়েছে। সূত্রের খবর, ১৪ এপ্রিল, আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নীতি আয়োগের বৈঠক হতে চলেছে। চার থেকে পাঁচটি সরকারি ব্যঙ্কের নাম থাকতে পারে বেসরকারিকরণের প্রস্তাবিত তালিকায়৷ এর মধ্যে থেকে দুটি নাম এই বৈঠকে স্থির করা হবে৷