বিতর্কিত এবং হাস্যকর মন্তব্য করতে গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থেকে বাংলার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ— তালিকায় নামের শেষ নেই। এবার মহারানা প্রতাপকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাতে নয়া সংযোজন বিজেপি নেতা গুলাবচাঁদ কাতারিয়ার। ইতিমধ্যেই রাজপুত সমাজের রোষে পড়ে ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, রাজস্থানের রাজসমন্দ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন সামনেই। সেই নিয়ে সরগরম পরিস্থিতিতে এক জনসভায় কাতারিয়া বলেন, ‘মহারানা প্রতাপ সিংকে কি কুকুরে কামড়েছিল যে উনি নিজের বাড়ি, রাজধানী সব ছেড়ে পাহাড়ে ঘুরে ঘুরে কেঁদে বেড়াতেন? কেন করেছিলেন তিনি এমন? আপনারা বুঝতে পারেন সেটা?’
এরপরে অবশ্য বেকায়দায় পড়ে গুলাবচাঁদ জানিয়ে দেন, যা বলেছেন মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে তিনি মহারানা প্রতাপের দেশাত্মবোধ ও সাহসিকতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কোনও ভাবেই অসম্মান করতে চাননি ওই বীর সেনানির। তাঁর প্রশংসা করতে গিয়ে নিজের আবেগের কারণে ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
প্রসঙ্গত, মহারানা প্রতাপ সিং মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে তাঁর অসমসাহসী লড়াই ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। রাজস্থানে আজও কিংবদন্তি হয়ে রয়েছে হলদিঘাটে মহারানার সংগ্রাম। এহেন এক নায়ককে নিয়ে করা এমন মন্তব্যের জন্য গুলাবচাঁদ ক্ষমা চাইলেও তাঁদের কিংবদন্তি নায়ককে নিয়ে এই ধরনের মন্তব্য শুনে অত্যন্ত রুষ্ট রাজপুত নাগরিকরা।