সোমবার ২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আর সেই বিষয় নিয়েই সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। ‘অগণতান্ত্রিক, সংবিধানবিরোধী সিদ্ধান্ত’ নিয়েছে নির্বাচন কমিশন বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আর মমতার সুরেই এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠকে জানান, “অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুদের দেখতে পাচ্ছেন না ধৃতরাষ্ট্র। আর জনগণের নেত্রী মমতা ব্যানার্জির জন্য ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হল প্রচারে! অনেক ভোট করেছি জীবনে, এমন কমিশন ও কমিশনার জীবনেও দেখিনি।”
পাশাপাশি অনুব্রত মণ্ডলের আরও সংযোজন, “বিজেপির নির্দেশে কমিশন এই কাজগুলি করছে ঠিকই কিন্তু সবশেষে ২ মে মানুষের ভোটে জিতবে মমতা ব্যানার্জিই। সরকার গড়বে তৃণমূল কংগ্রেসই। বিজেপির বহিরাগতদের বাংলার মানুষ ভোটে হারিয়ে যোগ্য জবাব দেবে।” রাজ্যের সর্বত্র তৃণমূলের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি। বীরভূমের সব আসনে তৃণমূলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, “কমিশনে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহাদের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহারা লাগাতার উস্কানিমূলক মন্তব্য করলেও কমিশনের তরফ থেকে সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। কমিশন পুরোপুরি বিজেপির মদতে কাজ করছে। গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে। মানুষ সব দেখছেন।” মানুষ এর বিচার করবে বলেই মত তৃণমূল নেতাদের।