গত শনিবার চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক নির্বাচন কমিশন! আগামী শনিবার রাজ্যের পঞ্চম দফা নির্বাচনে অশান্তি এড়াতে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন। সূত্রের খবর, ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফায় ছয় জেলায় ৪৫টি বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকবে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে ৮৫৩ কোম্পানি থাকবে শুধুমাত্র ভোটের কাজেই।
কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলায় থাকবে ৬৯ কোম্পানি, বারাকপুরে ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, এছাড়াও বিধাননগরে ৪৬ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে। পাহাড়ের ভোটের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক বাহিনী। জানা গিয়েছে, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি ও শিলিগুড়িতে ৫৩ কোম্পানি আধা ফৌজ রাখা হবে। এছাড়াও নদীয়ার কৃষ্ণনগরে ১১ ও রানাঘাটে ১৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে। পাশাপাশি পূর্ব বর্ধমানে ভোটের নিরাপত্তায় থাকবে মোট ১৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশন সূত্রে আরও খবর, এই দফায় সেক্টর অফিসের সংখ্যা ৬৯০। প্রতিটি সেক্টরে অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে থাকবেন। সঙ্গে থাকবেন চারজন কনস্টেবল। পঞ্চম দফার প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আজ সকাল থেকেই সংশ্লিষ্ট জেলাগুলির সঙ্গে দফায় দফায় ভিডিও কনফারেন্স করে কমিশন। যাবতীয় প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে খবর। সূত্রের খবর, পরবর্তী দফায় যাতে শীতলকুচির মতো কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। বাহিনীকে আরও ধৈর্য রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।