সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। যা ঘিরে উত্তাল রয়েছে রাজ্য রাজনীতি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিভিন্ন দলের বিরোধী রাজনৈতিক নেতারা। এদিন ট্যুইট করে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াল শিবসেনা, ডিএমকে, কংগ্রেস।
শিবসেনার সঞ্জয় রাউত বলেন, ‘নির্বাচন কমিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা চাপিয়েছে। এটা সম্পূর্ণ বিজেপি করিয়েছে। এটি দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ। আমরা বাংলার বাঘিনীর সঙ্গে রয়েছি’।
ডিএমকের স্ট্যালিন বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্রের অন্যতম কাঠামো নিরপেক্ষ নির্বাচন। দেশের নির্বাচন কমিশনের অবশ্যই নিরপেক্ষ নির্বাচন সব রাজনৈতিক দলের জন্যই নিশ্চিত করতে হবে’। অভিষেক মনু সিংভি বলেন, ‘আমি জানি দিলীপ ঘোষ কিংবা রাহুল সিনহা কখনও নোটিশ পাবেন না। উস্কানিমূলক মন্তব্য তাঁরাও করেছেন’।
কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এদিনই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত থাকছে নিষেধাজ্ঞা। জানা যাচ্ছে, ৮টার পরে ফের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত এবং বিধাননগরে দুটি সভা করবেন বলে জানা গিয়েছে।