করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে রোজই ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার তা পৌঁছে গিয়েছিল ১ লক্ষ ৬৮ হাজারে। তবে আজ দেশে দৈনিক করোনা আক্রান্ত সামান্য কমে ১ লক্ষ ৬১ হাজারে নামল। এর পাশাপাশি দৈনিক মৃত্যুও সামান্য কমে ৯০০-র নীচে নেমেছে। তবুও এই পরিসংখ্যান ভয় ধরানোর জন্য যথেষ্ট।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। আর এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩। অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন মোট ৮৭৯ জন।
এদিকে, ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা সম্প্রতি দৈনিক আক্রান্তের অর্ধেক হয়ে গেলেও এবার ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন। আর এর ফলে মোট ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ৬৯৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেস বেড়েছে সাড়ে ৬৩ হাজারের বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮।