বিকৃত বাংলা উচ্চারণে বরবারই নতুন নতুন দৃষ্টান্তের সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও হল না তাঁর ব্যতিক্রম। বৃহস্পতিবার কল্যাণীর সভায় বাংলার কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ‘বিভূতিভূষণ চট্টোপাধ্যায়’ বলে ফেলেন মোদী। স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ওঠে হাসির রোল ও বিদ্রূপের ঝড়। কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবিরও।
এপ্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, দিলীপ ঘোষের পর আজ আবার মোদী পদবি ভুল বললেন। লাখ-লাখ টাকার রিসার্চ টিম আছে। সেই টিমের লেখা দেখে কথা বলেন মোদী। স্ক্রিপ্ট দেখেও ভুল বলছেন। মানে টুকলি করে পরীক্ষার্থী ফেল করছে।”