ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজে ঢিলেমি বরদাস্ত করবেনা রাজ্য সরকার। এবার রাজ্যের চাপেই ফরাক্কা ব্যারেজ সংস্কার কাজের গতি বাড়াতে বাধ্য হল কর্তৃপক্ষ।
নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, ২.৫ কিমি. দীর্ঘ ফরাক্কা ব্যারেজের মালদাগামী ১১৬০ মিটার রাস্তায় বিটুমিন ও কংক্রিটের লেয়ার তোলার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বাকি রাস্তার লেয়ার তোলার কাজ ৬দিনের মধ্যে সম্পূর্ণ হবে। পাশাপাশি, বহরমপুরগামী রাস্তারের ৩০০ মিটারের লেয়ার তোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাদবাকি কাজও ১৬ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
দীর্ঘ ৪০ বছর পর টনক নড়েছে কেন্দ্র সরকারের। অবশেষে ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজে হাত দিয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনে থাকা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। তবে কাজ চলাকালীন সময়ে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত ব্যারেজের ওপর দিয়ে সমস্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ফলে ফরাক্কা ব্যারেজের দুইপাশে মালদা-মুর্শিদাবাদ জেলার ৩৪ নং জাতীয় সড়কের ওপর বিশাল যানজট সৃষ্টি হতে থাকে। চরম অরাজকতা দেখা দেয়।
কাজের ঢিলেমি দেখে নড়েচড়ে বসে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। এরপরই ফরাক্কার গঙ্গাভবনে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্য প্রশাসন ফরাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ ও নির্মাণকারী সংস্থাকে হুঁশিয়ারি দেয়। অবশেষে রাজ্য প্রশাসনের চাপের মুখে পড়েই কাজের গতি বাড়াতে বাধ্য হয়েছে নির্মাণকারী সংস্থা। আশা করা হচ্ছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।