জলপাইগুড়ির মাল-এ জনসভা করে বিজেপিকে আজ তীব্র কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাজ্যে চার দফা নির্বাচন হয়ে গেছে। আরও চার দফা নির্বাচন বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন।” সোমবারের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতলকুচির গুলিকাণ্ডে ৪ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত। ছয় মাস আগে সায়ন্তন বসু এক সভায় বলেন, সিআরপিএফ-কে বলবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়। দিলীপ ঘোষ বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। রাহুল সিনহা হাবড়ায় বলেছেন, ৪জন কেন ৮ জনের কেন গুলি লাগলো না? এদের আপনারা ভোট দেবেন? যারা বাংলার মানুষদের মারতে চায় তাদেরকেই ভোট দিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় বসাবেন আপনারা?” অভিষেক বলেন, “আপনারা শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে দিন। ২ মে যাতে বিজেপি চোখে পদ্ম ফুলের বদলে সর্ষে ফুল দেখে।”