শনিবার, রাজ্যের চতুর্থ দফা নির্বাচনে তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী, যশদের পাশাপাশি ভোটগ্রহণ চলছে কাঞ্চন মল্লিকের কেন্দ্রেও। প্রথমবার সক্রিয় রাজনীতিতে পা রেখেই যিনি নির্বাচনী টিকিট পেয়েছেন তৃণমূলের তরফে। বিপক্ষের প্রার্থী প্রবীর ঘোষালকে ‘সুখের পায়রা’ বলে কটাক্ষ করা হোক বা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, রাজনীতির ময়দানে বেশ সাবলীল দেখা গিয়েছে অভিনেতাকে। আজ, ভোটের দিন সকালবেলা উত্তরপাড়ায় মায়ের মন্দিরে পুজো দিয়েই বুথ পরিদর্শন শুরু করেন কাঞ্চন। একবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়াতে দেখা যায় তাঁকে।
এদিন, প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের পাড়া দিয়েই বুথ পরিদর্শন করা শুরু করেন কাঞ্চন মল্লিক। সেখানেই বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঘাসফুল শিবিরের তারকাপ্রার্থীর। পাশাপাশি, বুথের ১০০ মিটারের মধ্যে কেন বিজেপির পোস্টার, ফেস্টুন? প্রশ্ন তুলেছেন তৃণমূলের তারকাপ্রার্থী। শনিবার বেলা বাড়তেই দেখা যায় হলুদ পাঞ্জাবী, ডেনিম জিন্স, মুখে মাস্ক সেঁটে উত্তরপাড়ার বিভিন্ন এলাকার বুথে ঘুরছেন কাঞ্চন মল্লিক। তার মাঝেই একবার বচসায় জড়ান কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ‘বাংলা কি রনোথম্বর হয়ে গিয়েছে?’, চটে গিয়ে এই প্রশ্ন তোলেন তিনি।