হুগলির চুঁচুড়ায় তাঁর ওপর হামলার যে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তা আগেই নস্যাৎ করে দিয়েছিল তৃণমূল। লকেট বলেছিলেন, চুঁচুড়ার ঈশ্বরবাহার এলাকার ৬৬ নম্বর বুথের বাইরে তাঁর গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু তৃণমূল সাফ জানিয়ে দিয়েছিল, নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন লকেট। তাদের দাবি ছিল, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন লকেট। সে জন্যই তাঁকে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এবার শাসক দলের সেই দাবিই মান্যতা পেল। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির কাচ ভেতর থেকেই ভাঙা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথের ঘটনা। লকেট অভিযোগ করেছেন, ওই বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন। তিনি বাধা দিতেই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এমনকী তাঁকে ও তাঁর দলের কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন লকেট। পরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। তবে ভিডিওতেই ধরা পড়ে গেল বিজেপি প্রার্থীর সেই মিথ্যাচার। আর এর ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। এই বিষয়ে এখনও লকেট চট্টোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।