তৃণমূল নেত্রী নাকি কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করেছেন। এমনটাই মনে হয়েছে নির্বাচন কমিশনের। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছে তারা। শনিবার, চতুর্থ দফার ভোটের দিন এর জবাবও দিয়েছেন তিনি। কিন্তু এদিন কোচবিহারের মাথাভাঙায় বাহিনীর গুলিতে চার (এখনও পর্যন্ত) জনের মৃত্যু ও কয়েকজনের জখম হওয়ার ঘটনা ঘটেছে তা নিয়ে কমিশনকে পাল্টা দিল তৃণমূল।
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন। দোলা বলেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। মাথাভাঙায় যে ঘটনা ঘটেছে তার জন্য বাংলার মানুষ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে শো-কজ করছে।’ তাঁর কথায়, ‘আমরা দেশের জন্য আত্মত্যাগকারী জওয়ানদের শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তাঁদের সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে।’ একটি ভিডিও ফুটেজ দেখিয়ে তৃণমূল দাবি করেছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার বজবজে তৃণমূল কংগ্রেসের বুথ ভেঙেছে বাহিনী। তাঁদের দিয়ে এটা করানো হয়েছে।