দেশের ৫টি রাজ্যে ভোট। কিন্তু তাঁদের প্রধান লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলা জয় করা। তাই যাবতীয় সমস্ত কাজ ফেলে নিজেদের মন্ত্রকের দায়িত্ব ভুলে গিয়ে দিনরাত এক করে বাংলায় প্রচার সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাদ নেই প্রধানমন্ত্রী মোদীও। তিনিও বাংলা জয়ের ব্যাপারে লাগাতার জনসভা করেই চলেছেন। ২০০ আসনের টার্গেট নিয়ে বঙ্গ দখলের লড়াই যে বেশ কঠিন, তা যুদ্ধের ময়দানে নেমে রীতিমতো টের পাচ্ছে বিজেপি। আর সেই বিষয়ে বিজেপির ২০০ আসন দখল নিয়ে বারবার কটাক্ষ করতেও পিছপা হচ্ছে না তৃণমূল।
আজ ফের একবার বিজেপিকে আক্রমন করে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছেন, “আমরা বাংলা জয় করছি। নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি।” তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে একটি পুরনো সাক্ষাৎকার তুলে কটাক্ষ করেছেন ডেরেক। একটি বেসরকারি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমিত শাহ জানান, “১৫ লক্ষ টাকা জুমলা ছিল। ওই টাকা কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র ভোট প্রচারের জন্য বলতে হয়েছিল।”
আর এই ভিডিওকে হাতিয়ার করেই আজ রাজ্যে আসার আগেই ফের একবার অমিত শাহকে আক্রমন করেছে তৃণমূল। এরই সঙ্গে ডেরেক টুইট করে আরও জানিয়েছেন, “যে বিজেপি নেতা কলকাতায় ভোটে দাঁড়িয়েছেন তিনি হারছেন।” নাম না করেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কে কড়া ভাষায় আক্রমন করেছেন ডেরেক। বাংলা দখলের ব্যাপারে তথা নন্দীগ্রামের জয় নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য রাখছেন কেন্দ্রের বিজেপি নেতা থেকে রাজ্যের পদ্ম শিবিরের নেতারা। তার পাল্টাই এদিন তৃণমূলের তরফে জানানো হল। তবে শুধুই নন্দীগ্রামে নয়, তৃণমূল যে আরও একবার বাংলা জয় করতে চলেছে, ডেরেকের আত্মবিশ্বাসী স্বরে সেটাই স্পষ্ট হয়ে গেল।