‘আবদুল মান্নানকে জেতাবেন না। ও সিপিএমের সঙ্গে মিলে আমাকে খুব জ্বালায়। তাই অরিন্দমকেই জেতাবেন’। শ্রীরামপুরের জনসভা থেকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের প্রার্থী মানুষের জন্য কাজ করেছেন, তাই তাঁকেই আবার প্রার্থী করা হয়েছে বলেও জানিয়েছেন মমতা।
এদিনের সভা থেকেও একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। গ্যাস-পেট্রলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়। প্রতিটি ভোট দিতে হবে তৃণমূলে। তবেই আজীবন মিলবে বিনামূল্যে রেশন ও অন্যান্য সমস্ত প্রকল্পের সুবিধা।
বুধবার জনসভা থেকে ‘সিআরপিএফদের ঘেরাও’ করার পরামর্শ দিলেও বৃহস্পতিবার তৃণমূল নেত্রী বললেন, ‘জওয়ানদের কোনও দোষ নেই’। তাঁর অভিযোগ, কেন্দ্র তথা বিজেপি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দিচ্ছে প্রচারের সময়সীমা শেষ হওয়ার পর স্থানীয়দের ভয় দেখাতে। তাই বাধ্য হয়ে অনেককিছু করতে হচ্ছে তাঁদের। এদিন তিনি বলেন, ‘কোথাও কোনও অশান্তি হলে সরাসরি থানায় যান। অভিযোগ দায়ের করুন। কেউ যদি বলে এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তবে জানবেন ওটা মিথ্যে কথা। শুধুমাত্র বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। আর কোথাও নয়’।