গত বছর হাথরসে গণধর্ষণের শিকার হওয়া দলিত নির্যাতিতার মৃত্যু পর থেকেই প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী সুরক্ষা। কিন্তু তাতেও থেমে না থেকে প্রায় প্রতিদিনই সেখানে নারী নির্যাতন, গণধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। কোথাও নিতান্তই শিশুকন্যা তো কখনও আবার একেবারে বৃদ্ধাকে যৌন লালসার শিকার হতে হয়েছে। এবার ফের নৃশংসতার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। এবার সেই কবলে দুই বছরের ছোট্ট শিশু। গাজিয়াবাদে বাক শক্তিহীন এক দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৪ বছরের এক নাবালকের বিরুদ্ধে।
গুরুতর অবস্থায় ওই শিশুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে দিল্লীর জিটিবি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাড়ির বারান্দায় একসঙ্গে খেলা করছিল ওই ছেলে এবং মেয়েটি। তখনই ঘটনাটি ঘটে। মেয়েটির মা তখন ছিলেন বাড়ির নীচের তলায়। মেয়েটির চিৎকারের শব্দ শুনে তার মা ও ঠাকুরদা ওপরে ছুটে যান। এরপর মেয়েটির শারীরিক নির্যাতন হয়েছে বুঝতে পারেন তারা। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ।