নির্বাচনী আবহে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস। তারই মধ্যে তৃণমূল করার ‘অপরাধে’ এক কৃষকের খড়ের গাদায় আগুন, অভিযুক্ত বিজেপি। তৃণমূলের বুথ এজেন্ট সঞ্জয় পোড়ের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর বিধানসভার নাকোল গ্রাম পঞ্চায়েতের বৈকন্ঠপুরের ২২ নং বুথে।
তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার সারাদিন বুথে দায়িত্ব সামলানোর শেষে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করছিলেন পেশায় কৃষক সঞ্জয় পোড়ে। সেই সময় তিনি লক্ষ্য করেন, বাড়ির পাশের খড়ের গাদায় আগুনে লেগে দাউ দাউ করে জ্বলছে। এরপরেই পরিবারের সদস্য এবং আশপাশের বাসিন্দারা জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
পাশাপাশি তৃণমূলের এজেন্টের আরও অভিযোগ, তিনি তৃণমূল করায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁর বক্তব্য, “আমরা সজাগ না থাকলে বাড়িতেও আগুন ধরে যেত। প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারতো। বিজেপি আমার গোটা পরিবারকে জানে মেরে দেওয়ার চেষ্টা করছে।”