প্রেমিকা তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী। আর প্রেমিক বিজেপিতে। তিনি যোগ দিলেও প্রার্থী হতে চাননি। চেয়েছেন নির্বাচনে প্রচারের কাজ করতে। একজন অভিনেত্রী কৌশনী মুখোপাধ্যায়, আর দ্বিতীয়জন তাঁর প্রেমিক বনি সেনগুপ্ত। কিন্তু বনি এখন বিজেপিতে গিয়ে স্বচ্ছন্দে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি জোড়া ইস্যুতে বনির অবস্থান বলে দিচ্ছে তিনি বিজেপিতে সুখে নেই। সুর কেটে যাচ্ছে বারবার। প্রথমে প্রেমিকা তৃণমূল প্রার্থী কৌশানীর ভাইরাল ভিডিও। তারপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রগড়ে দেব মন্তব্যে। দুই ক্ষেত্রেই প্রেমিকার পক্ষ নিয়েছেন বনি সেনগুপ্ত। অর্থাৎ তাঁর বক্তব্য তৃণমূলের পক্ষে গিয়েছে।
রাজনৈতিক মহলে ভোটের আবহের মধ্যেই কান পাতলে শোনা যাচ্ছে কৌশানীর হাত ধরে ফের ঘাসফুলেই ফিরছেন বনি। সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। যদিও তিনি দলবদলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নিজেই। বলেছেন তাঁকে নিয়ে অযথা রটনা করা হচ্ছে। তিনি দলবদল করছেন না।
রাজনৈতিক মহল মনে করছে, বনি বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেও সুর-তাল ঠিক মেলাতে পারছেন না। রাজ্য বিজেপি নেতৃ্ত্বও বেশ ক্ষুব্ধ তাঁকে নিয়ে। কৌশানীর ভিডিও-কাণ্ডে তিনি কাঠগড়ায় তুলেছেন বিজেপিকেই। আর দিলীপ ঘোষের টলিপাড়ার শিল্পীদের রগড়ে দেওয়া মন্তব্য মানতে পারেননি।
কৌশানীর এই ভিডিও বার্তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কৌশানীকে সেখানে বলতে শোনা গিয়েছিল- বাড়িতে সকলেরই মা-বোন আছে। ভোটটা বুঝে দিস। তা নিয়ে জলঘোলা হয়। বনি এই ভিডিও ভাইরালের পর বলেন, যা হয়েছে খুব খারাপ হয়েছে। কৌশানীর পুরো ভিডিও না দেখিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেটে ভাইরাল করা হয়েছে। এটা বিজেপিকে মানায় না।