কলকাতা পুলিসের ফ্রেন্ডশিপ কাপ ফুটবল থেকে ৪ জন কৃতী খেলোয়াড় এবার জার্মানির ফুটবল ক্লাব এইনট্রেচট ফ্রাঙ্কফুর্ট ক্লাবে ৭ দিনের জন্য আমন্ত্রিত। ৬ নভেম্বর তঁারা রওনা হবেন। ফিরবেন ১৩ নভেম্বর। সেখানে তঁারা প্রশিক্ষণ নেবেন ৪ দিনের। এ ছাড়াও তঁারা বুন্দেশলিগা ক্লাবের খেলাও দেখবেন। এঁরা হলেন কলকাতা পুলিসের ঠাকুরপুকুর থানার শেখ রিন্টু, উল্টোডাঙা থানার লোকনাথ মণ্ডল, দার্জিলিং ফুলবাজার থানার মণীশ সুব্বা ও লালগড় থানার দেবকুমার কৈরালি। বুধবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির কনসাল জেনারেল মাইকেল ফেইনার, কলকাতা পুলিসের নগরপাল রাজীব কুমার–সহ অন্য পদস্থ কর্তারা। রাজীব কুমার বলেন, ‘এটি খুবই আনন্দের বিষয় আমাদের কাছে। আগামী দিনে আরও অনেক খেলোয়াড়কে আমরা ইউরোপের ক্লাবে প্রশিক্ষণ ও খেলা দেখানোর সুযোগ করে দিতে পারব।’ এদিন রাজীব কুমার ঘোষণা করেন, কলকাতা পুলিসের ফুটবল অ্যাকাডেমি আগামী ১৫ নভেম্বর থেকে ২০ জন বাছাই ফুটবলারকে নিয়ে কাজ শুরু করবে। ভাষণে জার্মানির কনসাল জেনারেল জানান, ‘কলকাতা বরাবরই ফুটবল খেলার জন্য বিখ্যাত। এঁদের আমন্ত্রণ করার জন্য আমি খুব খুশি।’
