নির্বাচনের দিন অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন দক্ষিণী অভিনেতা থালাপাথি বিজয়। সাইকেল চালিয়ে ভোট দিতে গেলেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন। সেখানকার নীলাংগরাই বুথে ভোট দিতে গেলেন বিজয়। করোনাকালে অভিনেতার মুখে ছিল মাস্ক। তিনি যখন সাইকেল নিয়ে বুথ অভিমুখে রওনা দিলেন, তখন অনুরাগীরাও বিজয়ের সঙ্গী হলেন। সাইকেলে চেপে বুথে পৌঁছালেন বিজয়। আর তাঁকে চারদিক থেকে ঘিরে চলেছে অনুরাগীদের বাইক।
উল্লেখ্য, কিছুদিন যাবৎ দেশজুড়ে বৃদ্ধির পথে পেট্রোলের দাম। তামিলনাড়ুতে আজ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৩ টাকা প্রতি লিটার। বিজয়ের অনুগামীদের মতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন সাইকেলে চেপে বুথে গেছেন তিনি।