বঙ্গে তৃতীয় দফার নির্বাচন প্রায় শেষের দিকে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ বিকেল ৫টা পর্যন্ত ৩ জেলায় সর্বমোট ভোট পড়ল ৭৬.৮৪ শতাংশ। প্রথম দুই দফায় ভোটারদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। প্রথম দফায় ৮৫ শতাংশের কাছাকাছি ভোট পড়ে, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৮৬ শতাংশের উপর। তৃতীয় দফাতেও সেই ধারা বজায় থাকবে বলে মনে করছিলেন ভোট বিশেষজ্ঞরা। সকালের হার অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে মোট ৭৬.৮৪ শতাংশ। এর মধ্যে হুগলিতে একই সময়ের মধ্যে ভোট পড়েছে ৭৯.২৯ শতাংশ। হাওড়াতে ভোট পড়েছে ৭৭.৮৫ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৪ শতাংশ। আজ তৃতীয় দফায় তিন জেলার ৩১টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যেও বেশ কয়েকটি আকর্ষণীয় কেন্দ্র রয়েছে।
আজ আরামবাগে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.১৭ শতাংশ। রেকর্ড সংখ্যায় ভোট পড়ে গোঘাটেও। ৫টা অবধি গোঘাট কেন্দ্রেও উল্লেখযোগ্য রয়েছে ভোটের হার। সেখানে ভোট পড়েছে ৮৪.৭১ শতাংশ। উল্লেখযোগ্য ভোটদানের হার রয়েছে পুরশুড়া কেন্দ্রেও। সেখানে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮২ শতাংশ। ভোটারদের ভোট দেওয়ার এই উৎসাহ আগামী দফাগুলিতেও বজায় থাকবে বলে মনে করছে নির্বাচন কমিশন।