মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল রাজ্যের ৩১টি কেন্দ্রে। আর ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন বুথে পানীয় পৌঁছে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারকেশ্বরে শাসকদলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। ঘটনার জেরে এলাকার দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।
তৃণমূলের দাবি, এদিন একটি অ্যাম্বুলেন্সে করে বিজেপি নেতারা এলাকার বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন এবং পানীয় পৌঁছে দিচ্ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারকেশ্বরের ভবানীপুর এলাকার ১৯৮ নম্বর বুথের সামনে ওই অ্যাম্বুলেন্সটিতেনভাঙচুর চালানোও হয়। এর ফলে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় আসে বিরাট পুলিশ বাহিনী। আটক করা হয় ওই অ্যাম্বুলেন্সের চালক ও অভিযুক্ত দুই বিজেপি নেতাকে।
আটক হওয়া দুই বিজেপি নেতার নাম সীতানাথ মান্না ও বাবুয়া সাউ বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি এবং ভোটারদের প্রভাবিত করতেই এলাকার বিজেপি নেতারা অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। অ্যাম্বুলেন্সের চালকের বক্তব্য, এটি রোগী পরিবহণের জন্য ব্যবহার হলেও এতে করে বুথে বুথে ঘুরে পানীয় পৌঁছে দেওয়া হচ্ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের।