আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। কিন্তু গতবছর আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে একেবারেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাঁরা। খারাপ পারফরম্যান্সের জেরে রীতিমত হতাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু এবছর তাঁর ক্রিকেট জীবনের সায়াহ্নে এসে কি আর এক বার জ্বলে উঠতে পারবেন মহেন্দ্র সিংহ ধোনি? এই প্রশ্নই এখন চেন্নাই সুপার কিংস এবং ধোনি-ভক্তদের মনে। আর নেট প্র্যাক্টিস যদি কোনও ইঙ্গিত দেয়, তা হলে কিন্তু এ বারের আইপিএলে বিধ্বংসী মেজাজে দেখা যেতে পারে ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে।
সোমবার চেন্নাইয়ের প্র্যাক্টিসে দেখা গিয়েছে পুরনো মেজাজের মাহিকে। নেটে ব্যাটিং করার সময় যেখানে তিনি একটার পর একটা বল উড়িয়ে দিয়েছেন গ্যালারিতে। এ দিন সিএসকে একটি ভিডিও পোস্ট করেছে টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, বিধ্বংসী মেজাজের ধোনিকে। স্পিনারদের উপরে বেশি নির্দয় ছিলেন সিএসকে অধিনায়ক। কখনও ক্রিজ ছেড়ে এগিয়ে এসে, কখনও স্লগ সুইপ করে বল উড়িয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। তাঁদের অধিনায়ককে এই মেজাজে দেখে নিশ্চয়ই খুশি সিএসকে এবং মাহি ভক্তরাও।
এদিকে, আইপিএলের আরেকটি শক্তিশালী দল, মুম্বই ইন্ডিয়ান্স আবার প্রস্তুতি নিচ্ছে চেন্নাইয়ে। এই দলের অন্যতম শক্তি হল দুই পাণ্ড্য ভাই। যাঁর মধ্যে ক্রুণালের মুখে শোনা গিয়েছে তাঁর বাবার কথা। মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা একটি ভিডিওয় ক্রুণাল বলেছেন, ‘‘বাবার মৃত্যুর পরে গত কয়েকটা মাস আমাদের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা একটা ব্যাপার বুঝেছি যে, বাবা কতটা আত্মত্যাগ করেছিলেন।’’ উল্লেখ্য, গত জানুয়ারি মাসে, ৭১ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ক্রুণাল-হার্দিকের বাবা হিমাংশু পাণ্ড্য। সেই সময়ের পরিস্থিতি মনে করেই আইপিএল শুরুর মুখে দাঁড়িয়ে ক্রুণালের মুখে শোনা গিয়েছে তাঁর প্রয়াত বাবার কথা।