নতুন করে গোটা দেশে ফের ভয়ানক থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। যার ফলে ক্রমশঃ উদ্বেগ তৈরি হচ্ছে আসন্ন আইপিএল ঘিরে। প্রশ্ন উঠছিল, নির্ধারিত সূচি মেনে ৯ তারিখেই কি চেন্নাইয়ে শুরু হবে আইপিএল? পাশাপাশি মহারাষ্ট্রে যে ভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে ১০ এপ্রিল ওয়াংখেড়েতেও ম্যাচ হবে কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল রাতে জানিয়ে দিলেন, নির্ধারিত সূচি অনুযায়ী মেনেই আইপিএল হচ্ছে।
বাড়তে থাকা করোনা নিয়ে গতকালই আবার মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর সাতটা পর্যন্ত লকডাউন চলবে। যে কারণে পরের শনিবারের চেন্নাই সুপার কিংস বনাম দিল্লী ক্যাপিটালসের ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু এক জাতীয় সংবাদসংস্থার প্রশ্নের জবাবে সৌরভ পরিষ্কার জানান, ‘‘নির্ধারিত সূচি মেনেই আইপিএল হচ্ছে।’’
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের মতোই বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লও নিশ্চিত, আইপিএল সূচি অনুযায়ীই শুরু হচ্ছে। তিনি বলেছেন, ‘‘করোনা সংক্রমণটা অবশ্যই চিন্তার কারণ। কিন্তু সে সব মাথায় রেখেই বোর্ড যাবতীয় পদক্ষেপ করেছে। যে কারণে ছ’টা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তাই মনে হয়, কোনও সমস্যা ছাড়াই প্রতিযোগিতা হবে।’’ এরই মধ্যে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, তাঁদের কেন্দ্রে আইপিএল আয়োজন করতে কোনও সমস্যা নেই। তাই বোর্ড চাইলে সেখানেও আইপিএল আয়োজন করতেই পারে।