কর্মসূচীতে কোনোরকম খামতি রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোদমে প্রচারে নেমে পড়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। একদিনে তিনটি সভা এবং একটি রোড শো করে ভোটের প্রচার সারলেন তিনি। প্রতিটি সভা থেকে বিজেপির উদ্দেশ্যে দিলেন কড়া বার্তাও। তাঁর বক্তব্য, “প্রথম দু’দফায় বিজেপির কোমর এবং পা ভেঙে গিয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার ভোট গেরুয়াশিবিরের মাথা ভেঙে দেবে।” তিনটি সভা শেষে নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারে রোড শো করেন তৃণমূলের যুব সভাপতি। কর্মী-সমর্থকদের ভিড় দেখে উচ্ছ্বাস চাপতে পারেননি অভিষেক। বলে দিলেন, এবারও এই জেলায় ৩১টি আসনের মধ্যে ৩১টিই পাবে তৃণমূল।
শনিবার সকালে প্রথম সভা করেন বাসন্তীতে। সেখানে তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের সমর্থনে প্রচার সারেন এই সংসদ সদস্য। পরে কুলতলি এবং শেষে বারুইপুরের উত্তরভাগে প্রচার সেরে চলে যান ডায়মন্ডহারবারে। “বিগত ১০ বছরে রাজ্যবাসী তৃণমূল সরকারের উন্নয়নের ট্রেলার দেখেছেন। আগামী পাঁচ বছর পুরো ছবি দেখবেন।” আত্মবিশ্বাসের সুরে বললেন তৃণমূল যুব সভাপতি।
কুলতলির সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “বিনামূল্যে ভাষণ দেয় বিজেপি আর বিনামূল্যে রেশন দেয় তৃণমূল সরকার। বিজেপি প্রতিশ্রুতি দিয়েও পালন করে না। তৃণমূল সরকার যা বলে করে দেখায়।” ঝোড়ো ভাষণে বারবার বিজেপি আর তৃণমূলের নানা প্রকল্পের তুলনা টেনেই তিনি বোঝাতে চাইলেন, বিজেপি ক্ষমতায় এলে বিপদ বাড়বে আর তৃণমূল ফের সরকার গঠন করলে মিলবে আরও সুবিধা। পরে বাসন্তী এবং বারুইপুরের উত্তরভাগের সভা থেকেও চরম আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন, এবার ২৫০ বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। এদিন ডায়মন্ডহারবারের কপাটহাট থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক। তারপর একটি সভা করেন সেখানে। ফের একবার সেখান থেকে দলত্যাগী তৃণমূল বিধায়ক তথা বিজেপি প্রার্থী দীপক হালদারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।