এবার দেশের একমাত্র রাজ্য সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম তুলল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, সম্পূর্ণ স্বতন্ত্র ওই আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত সাংহাই র্যাঙ্কিং ২০২০-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যাল প্রথম স্থান অধিকার করেছে। শুক্রবার সন্ধ্যায় টুইট করে এ খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এখন বিধানসভা নির্বাচন চলছে। দ্বিতীয় দফা পর্যন্ত হয়ে গিয়েছে। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফা। তার আগে এই সাফল্য নিঃসন্দেহে আলাদা উৎসাহ জোগালো। তাই টুইটে তিনি লিখেছেন, ‘সাংহাই র্যাকিং বা ২০২০ সালের অ্যাকাডেমিক র্যাকিং অব ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভারতের মধ্যে মেধা এবং কৃতিত্বের মাপকাঠিতে প্রথম স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।’
২০২০ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ছিল ৭ নম্বরে। তালিকায় শীর্ষ স্থান দখল করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কিন্তু এক বছরের মধ্যে বদলে গেল ছবিটা! সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা কলকাতা বিশ্ববিদ্যালয়কেই প্রথম স্থানে নিয়ে এলো। প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গর্বিত মুখ্যমন্ত্রী নিজেও। পরবর্তী টুইটে এই সাফল্যের জন্য শিক্ষক, গবেষক, পড়ুয়া এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘এটা গোটা রাজ্যের কাছে গর্বের মুহূর্ত। আমি সকল শিক্ষক, গবেষক, পড়ুয়াকে আন্তরিক শুভেচ্ছা জানাই যারা এই অসামান্য কৃতিত্বে নিজেদের অবদান রেখেছেন।’