এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় কটাক্ষ করলেন সৌগত রায়। “আসামের করিমগঞ্জের ঘটনাতেই নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রমাণ হয়। কি করে বিজেপি প্রার্থীর আত্মীয়ের গাড়িতে ইভিএম নিয়ে গেল কমিশন!” এভাবেই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের কড়া ভাষায় সমালোচনা করলেন তৃণমূল সাংসদ। সৌগত আরও বলেন, “কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে। কমিশন কোন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনের পথে যাব।” ভোটের দিন ডিএমকে প্রধান স্ট্যালিনের মেয়ের বাড়িতে আয়কর দপ্তরের হানা প্রসঙ্গে সাংসদ বলেন, “ভোটের দিন এইসব হচ্ছে আর কমিশন চুপ। বিজেপি স্বার্থ সিদ্ধির জন্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।”
পাশাপাশি দৃঢ় কণ্ঠে সৌগতবাবু এদিন বলেন, “আমাদের কাছে যা খবর আছে তাতে আমরাই জিতছি নন্দীগ্রামে। প্রধানমন্ত্রী যদিও বলেছেন জিতব না। কিন্তু উনি আর অমিত শাহ মিথ্যে কথা বলেন। দিল্লীতেও বলেছিল ওরা জিতব। আসন সংখ্যা দু অঙ্ক ছুঁতে পর্যন্ত পারেনি।” এছাড়াও বিজেপির ফেক নিউজ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “ওরা মিথ্যে খবর প্রচার করে। কখনো বলছে আইপ্যাক আমাদের ছেড়ে যাবে, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোথাও দাঁড়াবেন। ওদের কথায় কান দেবেন না।”