এখনও আসেনি খেতাব। গত ১২ মরসুমে আইপিএল জয় অধরা। তবে নতুন মরসুম শুরু করার আগে দল নিয়ে আশাবাদী অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিয়ে ইতিমধ্যেই সাত দিনের নিভৃতবাসে চলে গিয়েছেন অধিনায়ক। ঘরবন্দি হওয়ার আগে জানিয়ে দিলেন, আসন্ন মরসুমে তিনি দল নিয়ে আশাবাদী। আগামী ৯ই এপ্রিল গত বারের জয়ী রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আরসিবি।
বিরাট জানান, “দলে যোগ দিয়ে দারুণ অনুভূতি হচ্ছে। গত কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলেছি। কোভিড পরবর্তী সময় আইপিএল থেকে আমাদের ক্রিকেট শুরু হয়েছিল। ফের একবার নতুন মরসুমের আইপিএল খেলতে মাঠে নামব। তবে এ বার দেশের মাটিতে প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। এটা ভেবে খুব আনন্দ হচ্ছে।” প্রতি বছর তাঁর ব্যাট থেকে প্রচুর রান এসেছে। তবে দল ট্রফি জেতেনি। তাই সবার মনে একটাই প্রশ্ন। এ বার ট্রফি জয়ের খরা মিটবে? বিরাট বললেন, “এবার আমাদের দল অন্য মানসিকতা নিয়ে মাঠে নামবে। তাই দল নিয়ে আমি খুবই আশাবাদী।”
উল্লেখ্য, বিরাটের মতো এবি ডিভিলিয়ার্সও বৃহস্পতিবারে দলে যোগ দিয়ে নিয়মমাফিক সাত দিনের নিভৃতবাসে চলে গিয়েছেন। ঘরবন্দি হওয়ার আগে ডিভিলিয়ার্স বলেন, “মনে হচ্ছে গত আইপিএল সদ্য শেষ হল। গত বার আমরা শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচে দারুণ ফল করেছিলাম। এ বার শুরু থেকেই আগ্রাসী মানসিকতা নিয়ে মাঠে নামব। গ্লেন ম্যাক্সওয়েল ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মতো ক্রিকেটার এ বার আমাদের সাজঘরে থাকবে। তাই নতুন মরসুম নিয়ে আমরা আশাবাদী।”