আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল। একাধিক বুথে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছিল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এমনই একজন তৃণমূল এজেন্টকে বুথে বসতে দেয়নি বিজেপি, এমনটাই অভিযোগ উঠেছিল নন্দীগ্রামের বয়ালে। অভিযোগ পেয়ে ওই এজেন্টকে নিয়ে আসার জন্য তাঁর বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সব রকমের নিরাপত্তার আশ্বাস দেন তাঁরা।
কিন্তু তারপরেও ছেলেকে বুথে যেতে দিলেন না তাঁর মা। কেঁদে ফেললেন, হাত জোড় করে প্রার্থনা করলেন তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। তৃণমূল এজেন্টের মায়ের অভিযোগ, ‘‘আমার ছেলে ও পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এখন নিরাপত্তা থাকবে। কিন্তু সবাই চলে যাওয়ার পর কী হবে। আমাদের তো এখানেই থাকতে হবে। তাই ছেলেকে যেতে দেব না।’’
ওই মহিলার আরও অভিযোগ, ভোটের কয়েক দিন আগেই তাঁর ছেলেকে বাড়িতে ঢুকে মারধর করেছে বিজেপি। অপরাধ সে তৃণমূল করে। সেইসময় তাঁদের বাড়ি ভাঙচুর করারও হুমকি দেওয়া হয়েছে। তাই ছেলেকে যেতে দেবেন না তিনি। কেন্দ্রীয় বাহিনীর সামনে হাত জোড় করে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তাঁকে। মায়ের নাছোড় মনোভাব দেখে অবশেষে ফিরে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় ফের কেন্দ্রীয় বাহিনীর হাতে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।