এবার খাস নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে একাধিক বুথ দখলের অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অন্তত ১ ডজন বুথ দখলের অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। উল্লেখ্য, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
নন্দীগ্রামেই বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলল তৃণমূল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লিখেছেন, নন্দীগ্রামের ৬, ৭, ৪৯, ২৭, ১৬২, ২১, ২৬, ১৩, ২৬২, ২৫৬, ১৬৩ ও ২০ নম্বর বুথে বিজেপি কর্মীরা ইভিএমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ভোটে রিগিং করার চেষ্টা করছে। সঙ্গে ডেরেকের দাবি নন্দীগ্রামে ৩৫৪টি বুথেই রয়েছেন তৃণমূলের এজেন্ট।
এবারের বিধানসভা নির্বাচনে সব থেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি লড়াই শুভেন্দু অধিকারীর। এদিন ভোটগ্রহণের মধ্যেই শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। বেলা ১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ।