প্রথম দফায় রাজ্যের ৩০ আসনে ভোট হয়ে গিয়েছে। আজ, শুক্রবার, ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। এরপরে বাকি আরও ৬ দফা। ২৩৪ আসন। কিন্তু গোটা দেশেরই নজর আজ একুশের ভোটের ‘হাইভোল্টেজ সেন্টার’ নন্দীগ্রামের দিকে। কারণ এই কেন্দ্রে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্মুখ সমরে নেমেছেন তিনি।
এদিন ভোট শুরুর পর সকাল থেকেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে এবার সেখানে উঠল এক আজব অভিযোগ। গা গরম, এই অভিযোগে ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক সাংবাদিকের টুইট করা এক ভিডিও, যে ভিডিওতে একাধিক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, আমরা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ছিলাম। শরীর গরম হয়ে ছিল। তাই আমাদের ভোট দিতে দিল না। ‘এখন খবর’ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অভিযোগ, ওই গা গরম ব্যক্তিরা সবাই তৃণমূলের সমর্থক বলে পরিচিত। আর তাঁদের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।