আসন্ন আইপিএলের আগে প্রস্তুতি করে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়েরা। অনুশীলন শুরু করে দিয়েছে দিল্লী ক্যাপিটালসও। এবার মাঠে নেমে পড়লেন অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মাঠে নামেননি তিনি। অবশেষে প্রায় কুড়ি দিন পর ফের নেটে ঢুকে পড়লেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগামী ১০ই এপ্রিল তিন বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবে দিল্লী ক্যাপিটালস।
এদিন অনুশীলনের শেষে রাহানে বলেন, “প্রায় ২০ দিন পর ব্যাট করলাম। দলে যোগ দেওয়ার পর সাত দিনের নিভৃতবাসে থাকতে হয়েছিল। তবে আইপিএল শুরু হওয়ার আগে দ্রুত ছন্দে ফিরতে হবে। তাই বাইরে আসতেই সবার আগে নেটে ঢুকে পড়েছিলাম।”
উল্লেখ্য, চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। নেতৃত্বের দায়ভার নিয়েছেন ঋষভ পন্থ। শ্রেয়স না থাকায় এবার মিডল অর্ডারে আরও বেশি খেলার সুযোগ পাবেন রাহানে। সেটা তিনিও জানেন। তাই বললেন, “শ্রেয়সের চোট খুবই দুর্ভাগ্যজনক। তবে আমি যদি মিডল অর্ডারে সুযোগ পাই তাহলে দলকে সাহায্য করার চেষ্টা করব। একজন সিনিয়র হিসেবে দলকে সাহায্য করা আমার দায়িত্ব।”