বাংলায় বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের জোটসঙ্গী আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় জগৎবল্লভপুরের সন্তোষপুর গ্রামে। সরিফুল সেখ নামে বড়গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্যের অভিযোগ, আইএসএফ কর্মীরাই তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার গভীর রাতে জগৎবল্লভপুরের সন্তোষপুর বরগেছিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শরিফুল শেখের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মাঠের মধ্যে দরমার ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। সেই সময় শরিফুল দলীয় কর্মীদের নিয়ে গ্রামের মধ্যে অন্য জায়গায় মিটিং করছিলেন। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন। একই সময়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় তাঁদের দলের সমস্ত পতাকা ফেস্টুন এবং পোস্টার ছিঁড়ছে আইএসএফ কর্মীরা। শরিফুল শেখ বলেন, “গতকাল রাতে আগুন লাগানোর পিছনেও আইএসএফ কর্মীদেরই হাত আছে। তাঁরাই আমাকে ভয় দেখানোর জন্য এ কাণ্ড ঘটিয়েছে। আইএসএফ এলাকায় পরিকল্পনা করে অশান্তি লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। ভোটের আগে কিছুতেই শান্তিভঙ্গ হতে দেব না।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।