গত শনিবার থেকে বাংলায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। আর ভোটের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বিজেপির ‘নোংরা’ রাজনীতিও। এই মুহূর্তে রাজ্যের কিছু অংশে যখন শেষ মুহূর্তের প্রচার হিসেবে চলছে পতাকা লাগানো বা দেওয়াল লিখনের কাজ। তখন সেই পতাকা লাগানো বা দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো হুগলি।
ঘটনার সূত্রপাত ঘটে, তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া ও দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া থেকে। উত্তেজনা ছড়ায় হুগলির তারকেশ্বরের রামনগর পঞ্চায়েতের ট্যাগরা ও বালিগরি এক নম্বর পঞ্চায়েতের জয়নগর। তৃণমূলের অভিযোগ সোমবার রাতে দুষ্কৃতিরা রামনগর পঞ্চায়েত ও বালিগরি পঞ্চায়েতের বিভিন্ন জায়গার পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে। কোথাও কোথাও আবার দলীয় পতাকা খুলে তা পুকুরে বা রাস্তায় ফেলে দেওয়া হয়।
শুধু তাই নয় এলাকার বিভিন্ন দেওয়ালে তৃণমূলের প্রতীকি চিহ্নের ওপর কালিও লেপে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকেই। মঙ্গলবার সকালে এইসমস্ত দৃশ্য তৃণমূলের কর্তাদের নজরে আসে। তাঁদের অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টি করতেই বিজেপি এসব কর্মকান্ড চালাচ্ছে। স্থানীয় তৃণমূল কর্তাদের তরফে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।