গত বছরের শুরু থেকেই একাধিক রাজনৈতিক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লাহও কোভিডে আক্রান্ত হলেন৷ বাবার করোনা সংক্রমণের কথা ছেলে ওমর আব্দুল্লাহ নিজেই ট্যুইট করে জানান৷ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে, ফারুখের শরীরের করোনার কিছু উপসর্গও রয়েছে৷ আপাতত তাঁর পরিবারের সকলে আইসোলেশনে চলে যাচ্ছেন এবং পরবর্তীতে তাঁরাও সকলের করোনা পরীক্ষা করাবেন৷
এছাড়াও ওমরের আবেদন, যাঁরা কয়েকদিনের মধ্যে তাঁর বাবার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবশ্যই নিজেদের খেয়ার রাখেন এবং সময় মতো করোনা পরীক্ষা করেন৷ উল্লেখ্য, ফারুখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক দায়িত্বশীল নাগরিকের মতো এই ট্যুইট করে সকলকে সচেতন করে দেন পুত্র ওমর৷
এদিকে জম্মু ও কাশ্মীরে সোমবার নতুন করে ২৩৫ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৩০২২৮জন৷ যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও মৃত্যু ঘটেনি৷ নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮ জন পর্যটক৷ ৫১জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন আক্রান্ত হয়েছেন কাশ্মীরে৷ শ্রীনগরে ৯৯ জন নতুন করে করোনা আক্রান্ত, যার মধ্যে ৪০ জন পর্যটক৷