নিমতায় বৃদ্ধার মৃত্যু-পরবর্তী ময়নাতদন্ত নিয়ে এবার বিজেপির প্রার্থী হওয়া চিকিৎসকের বিরুদ্ধে আঙুল তুললেন তৃণমূল নেত্রী শশী পাঁজা ও কাকলি ঘোষ দস্তিদার। ঘটনাচক্রে দুজনেই চিকিৎসক। “প্রতিটি মৃত্যুই দুঃখজনক। কিন্তু নির্বাচনের সময় মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি।” তৃণমূল ভবন থেকে এভাবেই সাংবাদিক বৈঠকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা।
কীভাবে কোন পোস্টমর্টেম ছাড়াই ডেথ সার্টিফিকেট দিলেন বিজেপির চিকিৎসক প্রার্থী? কোন তদন্ত ছাড়াই কিভাবেই তাঁরা কাঠগড়ায় তুলছেন তৃণমূলকে? প্রশ্ন তুলেছেন এই দুই নেত্রী। কাকলি বলেছেন, “৮৫ বছর বয়স্কা ওই মহিলা হাসপাতাল থেক ছাড়া পাওয়ার ২৮ দিন পর মারা গেছেন। ডেথ সার্টিফিকেটে লেখা হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন। এদিকে এও লেখা অভ্যন্তরীন রক্তপাতে মৃত্যু। ময়না তদন্ত ছাড়া চিকিৎসক তা বুঝলেন কি করে?”
মন্ত্রী শশী পাঁজা এই বিষয়ে বলেন, “চিকিৎসকের প্রেসক্রিপশন প্যাডে লেখা তিনি বিজেপির প্রার্থী। আমরা দুজনেই চিকিৎসক। কতটা লেখা যায় প্যাডে, আমরা জানি। তিনি তাঁর যোগ্যতার অপব্যবহার করছেন। আমরা চাই নির্বাচন কমিশন তাঁর প্রার্থী পদ বাতিল করুক।” এরপরেই হাথরাস থেকে উন্নাও, আসিফা, গৌরী লঙ্কেশের উদাহরণ টেনে বিজেপিকে নারী সুরক্ষা নিয়ে কটাক্ষ করেন দুই তৃণমূল নেত্রী। বলেন, “যখন হাথরাসের ঘটনা হয় কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন হাহাকার করেননি? এখন কোনো তদন্ত ছাড়াই কেন স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে তৃণমূলের ওপর মিথ্যে দোষ চাপাচ্ছেন?”