মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত ১০ই মার্চ নন্দীগ্রামে পায়ের আঘাতের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার করা হয়েছে। সেই অবস্থাতেই হুইলচেয়ারে ঘুরে ঘুরে প্রচার করছেন মমতা। বাঁ-পায়ে প্লাস্টার থাকায় তাঁর নিরাপত্তারক্ষীরা মমতার শাড়িটি সামান্য উপরে তুলে রাখছেন। প্লাস্টার-করা বাঁ-পা হুইলচেয়ারের একটি পাদানির উপর রেখে মমতা বক্তৃতা করছেন। সেই দৃশ্য দেখেই মঙ্গলবার দিলীপ মন্তব্য করেছিলেন, “শাড়ি ছেড়ে বারমুডা পরুন দিদি!” স্বাভাবিকভাবেই উঠেছে প্রবল নিন্দার ঝড়। সে সব দেখে এবং জেনেও তাঁর বক্তব্যে অনড় দিলীপ।
বৃহস্পতিবার উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি টুইট করে দিলীপ ঘোষের ওই বক্তব্যের বিরোধিতা করেছে। সমাজবাদী পার্টি বলেছে যে, গতকাল বিহারে রাষ্ট্রায়ত্ত জনতা দলের বিধায়িকাদের অপমান করার পর ‘ডাবল ইঞ্জিন’-এর মতই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে বিজেপি। বিজেপি বাংলার রাজ্য সভাপতির এই কুকথা অত্যন্ত নিন্দনীয় এবং তা বিজেপি দলের দুরবস্থাকেই প্রকাশ করে। উল্লেখ্য, দিলীপের ওই বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় পাল্টা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও টুইট করেছেন। যেখানে দিলীপকে ‘বাঁদর’ বলে অভিহিত করেছেন তিনি।