বাংলায় নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ। আর প্রথম দফার ভোটের আগে আজই প্রচারের শেষ দিন। এদিন পাথরপ্রতিমায় প্রথম জনসভাটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমার কলেজ মাঠে প্রথম সভার পর পরেরটি ওই জেলারই গঙ্গাসাগর মেলার মাঠে করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বিজেপিকে নিশানা করেন মমতা। গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘আগে ৭৫ আসন পেয়ে দেখাও’।
বিভিন্ন সংবাদমাধ্যমের সমীক্ষায় বিজেপির ভোট বৃদ্ধি নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ‘অমিত শাহ সংবাদমাধ্যমকে নিয়ে খাইয়ে, ধমকে, চমকাচ্ছেন। আগে ৭৫ আসন পেয়ে দেখা। তারপর ১৭৫ আসন নিয়ে ভাববে’। পদ্মশিবিরকে তীব্র আক্রমণ করে বলেন, ‘বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল ওদের এপ্রিল ফুল করে দিন’।
এদিনের সভা থেকে মোদীকে হিটলারের চেয়েও খারাপ বলে আক্রমণ করে মমতা বলেন, ‘দেখুন ৫ রাজ্যে যখন নেতারা নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন দিল্লীর সরকারের ক্ষমতা কমাতে চাইছে বিজেপি। মোদী যা করছেন, তা হিটলারও করেনি। নিজের নামে এখন আবার স্টেডিয়াম বানিয়েছে। কবে দেখবো, দেশের নামও বদলে দিয়েছে’।
রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, ‘কন্যাশ্রী, রুপোশ্রী, দুয়ারে সরকার, এই সব তুমি করেছো? কেউ যদি উম্পুনের টাকা থেকে বঞ্চিত হন, আমি কথা দিচ্ছি পেয়ে যাবেন। কেউ যদি ৫০০ টাকা চুরি করে থাকে, তা হলে সেই নিয়ে তোমরা বড় বড় কথা বলছ। পিএম কেয়ারের টাকা কোথায় গেল? জবাব দাও’। উম্পুনের সময় চৌকিদার পালিয়ে গিয়েছিল বলেও কটাক্ষ করেন মমতা।