হাতে আর মাত্র ২ দিন। তারপরেই শুরু হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচন। তবে তার আগেই উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর এলাকা। এবার সেখানে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল সংযুক্ত মোর্চার বিরুদ্ধে। হামলার জেরে আহত হয়েছেন পাঁচজন। যাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভর্তি থাকা রহুল আমিন মিদ্দের মৃত্যু হয়।
ঘটনা দক্ষিণ ২৪ গরগনার বারুইপুর থানার মধ্য বেলেগাছির। বুধবার সেখানে একটি দলীয় বৈঠকে হাজির হয়েছিলেন বারুইপুরের ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। অভিযোগ, বৈঠক সেরে ফেরার পথেই তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে আক্রমণ করে সংযুক্ত মোর্চার কর্মী-সদস্যরা। ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহুল আমিন মিদ্দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাইপাসের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। তৃণমূলের অভিযোগের জেরে এই ঘটনায় এখনও পর্যন্ত ছয় সংযুক্ত মোর্চা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।