লোকসভা ভোটের পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে গোষ্ঠীকোন্দল চলছে। তবে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তা আরও তীব্র আকার ধারণ করেছে। এবার যেমন টিকিট না পেয়ে বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন বাগদার বিদায়ী বিধায়ক দুলাল বর। বুধবার সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। অভিযোগ তোলেন পরিবারতন্ত্র ও টাকার বিনিময়ে টিকিট বিক্রির। সংবাদমাধ্যমকে দুলাল জানিয়েছেন, যে কোনও মুহূর্তে দলত্যাগ করতে পারেন তিনি।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই বিজেপিতে বিক্ষোভ চরম আকার নিয়েছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়েছেন বহু নেতা কর্মী। জেলায় জেলায় দলের পার্টি অফিসে ভাঙচুরও চালিয়েছেন তাঁরা। এরইমধ্যে মঙ্গলবার ১৩ জনের নাম সহ যে প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি, তাতে দেখা যায় বাগদায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে দল। যিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক ছিলেন। আবার গাইঘাটা কেন্দ্রে শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি।
এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন দুলাল বর। এদিন সাংবাদিক সম্মেলন করে দুলালবাবু বলেন, ‘আমি টিকিট পাইনি সেটা বড় কথা নয়। এসসি-এসটি মোর্চার কোনও পদাধিকারীকেই টিকিট দেয়নি দল। আমাদের অপমান করা হয়েছে। তাই আমি দলের পদ ছেড়েছি। ধীরে ধীরে দলত্যাগের দিকে এগোবো।’ শুধু তাই নয়। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় বৈঠক করেন দুলাল অনুগামীরা। আলাদা মঞ্চ গড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।