বর্তমান ভারতের বেশ কয়েকটি রাজ্যের মতো এ বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এবার কি ‘হিন্দি আগ্রাসন’ শুরু হল? কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি ভাষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ঘিরে এই প্রশ্ন উঠেছে। সম্প্রতি এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্যের শিক্ষক-পড়ুয়া বা নেটমাধ্যমের একাংশের মধ্যে। যদিও এই বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। একে রুটিনমাফিক বিজ্ঞপ্তি বলেই আখ্যা দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স (আইএসিএস)-এ একটি বিজ্ঞপ্তি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। ১৯ মার্চে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত চিঠিপত্রের ৫৫ শতাংশই হিন্দিতে লিখতে হবে। এমনকী, হিন্দিতে লেখা কোনও চিঠি পেলে, তার উত্তরও সে ভাষাতেই দিতে হবে। ফাইলপত্রে নোট নিলে, তার ৩৩ শতাংশ করতে হবে হিন্দিতে। প্রতিষ্ঠানের সমস্ত ফাইলের নাম হিন্দি এবং ইংরেজিতে থাকবে। ফাইলে প্রথমে হিন্দিতে, তার পর ইংরেজিতে সে নাম লিখতে হবে। সার্ভিস বুকে যা এন্ট্রি করা হবে, তার পুরোটাও হবে হিন্দিতে। প্রতিষ্ঠানের কাজকর্মে সইসাবুদও ওই ভাষাতেই করা বাধ্যতামূলক।
কেন্দ্রীয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ভাষা আইনের ৩ (৩) ধারায় এই নিয়ম ১০০ শতাংশ মেনে চলতে হবে। প্রতিটি বিভাগই আগামী মাসের ৫ তারিখের মধ্যে এবং প্রতি অর্থবর্ষের শেষে এ বিষয়ে অগ্রগতি নিয়ে হিন্দি সেল-কে রিপোর্ট দেবে। ইতিমধ্যেই গোটা বিষয় পর্যবেক্ষণে ওই প্রতিষ্ঠানে এক জন হিন্দি বিষয়ক আধিকারিক নিয়োগ করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, হিন্দি ভাষার প্রয়োগ করার ক্ষেত্রে কেন্দ্রের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তার অনেকাংশই পূরণ করেনি আইএসিএস।
সম্প্রতি গুয়াহাটির আইআইটি-তে গবেষণাপত্র জমা দিতে গিয়ে একেবারে তাজ্জব বনে গিয়েছিলেন বাসবেন্দু বর্মণ নামে এক পড়ুয়া। ফর্ম পূরণ করতে গিয়ে শোনেন, হিন্দিতে স্বাক্ষর করতে হবে। হিন্দি লিখতে-পড়তে না জানলে পিএইচডি আটকে যেতে পারে শুনে নিজের নাম সই করতে হয়েছিল হিন্দিতেই। যা নিয়ে তিনি সরব হন নেটমাধ্যমে। আইএসিএস-এর এই বিজ্ঞপ্তি জারির পরও নেটমাধ্যমে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ওই প্রতিষ্ঠানের একাংশ পড়ুয়া তথা রাজ্যের শিক্ষা মহলের অনেকে। একে আঞ্চলিক ভাষা ধ্বংস করার জন্য গেরুয়া শিবিরের প্রচেষ্টা বলে দাবি করেছে শাসকদল ও রাজনৈতিক মহলের একাংশ।
এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু গেরুয়াশিবিরের বিরুদ্ধে আ়ঞ্চলিকতা খতম করার অভিযোগ তুলেছেন। ব্রাত্যর মন্তব্য, ‘‘এটা পুরোপুরি হিন্দি আগ্রাসনের চেষ্টা। বিজেপি-র যে হিন্দি-হিন্দু-হিন্দুস্তান তত্ত্ব রয়েছে, এটা তারই প্রতিফলন। ওরা ভারতবর্ষের আঞ্চলিকতাকে মেরে ফেলতে চায়। আঞ্চলিক ভাষাকে মেরে ফেলতে চায়।’’ আইএসিএস-এর ডিন সৌমিত্র সেনগুপ্ত গোটা বিষয়কে ‘রুটিনমাফিক’ বলেছেন। তাঁর দাবি, ‘‘দীর্ঘদিন থেকেই আইএসিএস-এ হিন্দি ভাষা নিয়ে এই নিয়ম চালু রয়েছে। এটা নতুন কোনও বিষয় নয়। ফলে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাদের কিছু শতাংশ কাজকর্ম হিন্দিতে করতে হয়। সম্প্রতি তা পর্যাপ্ত মাত্রায় হচ্ছিল না। ফলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’’ আইএসিএস-এর কাজকর্মে হিন্দি নিয়ে যাতে অসুবিধা না হয়, সে জন্য এক জন পার্টটাইম হিন্দি অফিসার রয়েছে বলেও জানালেন তিনি। তাঁর মতে, ‘‘এই বিজ্ঞপ্তি তো নতুন কিছু নয়। এই প্রসঙ্গ আগেও উঠতে পারত। এ রকম বিজ্ঞপ্তি আমাদের কাছে রুটিন বিষয়। তবে কোনও রকম রাজনৈতিক মতাদর্শের দিকে না ঝুঁকেই বলছি, হয়তো ভোটের সময় বলেই এ প্রসঙ্গ উঠছে।’’
উল্লেখ্য, কর্তৃপক্ষ যা-ই বলুন না কেন, এই বিজ্ঞপ্তি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কলকাতার বঙ্গবাসী কলেজের পদার্থবিদ্যার শিক্ষক সুনন্দ পাত্র। তাঁর মতে, এটা আসলে ‘হিন্দি আগ্রাসন’। আনন্দবাজার ডিজিটালকে তিনি বলেন, ‘‘এটা সোজা কথায় ‘হিন্দি আগ্রাসন’। এর মানে হচ্ছে, হিন্দিতে সব কিছু করতে হবে। নচেৎ রাস্তা দেখুন।’’ কেন এমন মনে করছেন তিনি? সুনন্দবাবুর সাফ জবাব, ‘‘সরকারি ভাষা হিসাবে ইংরেজির পাশাপাশি হিন্দিও রয়েছে। এবং দু’টোর মধ্যে যে কোনও একটা বেছে নেওয়ার অধিকার রাজ্যের কাছে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্মের জন্য কেবলমাত্র হিন্দিকেই চাপিয়ে দেওয়া যায় না।’’